বিনোদন ডেস্কঃ
দেশের মোট ৯৪টি প্রেক্ষাগৃহে শুক্রবার (১৭ জুন) মুক্তি পাচ্ছে আলোচনায় থাকা সৈকত নাসির ও অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ ও ‘তালাশ’ নামের দুটি সিনেমা। ইতোমধ্যে ট্রেলার প্রকাশ করে সিনেমা দুটি দর্শকদের নজড় কেড়েছে।
মুক্তির দৌড়ে প্রতিযোগিতা থাকলেও ‘তালাশ’ ও ‘অমানুষ’ সংশ্লিষ্টরা পরস্পরের প্রতি শুভকামনা রাখলেন। যা অন্তর্জালে চোখ রাখলেই দেখা যাচ্ছে। তবে বাস্তবের চিত্রটা একটু ভিন্ন দেখা যাচ্ছে। মুক্তির আগেই সমালোচনায় জড়িয়েছে ‘অমানুষ’ সিনেমাটি।
অভিযোগ উঠেছে, ‘তালাশ’র পোস্টার ছিড়ে ও তার উপরে ‘অমানুষ’র পোস্টার সাঁটানোর। এ নিয়ে ক্ষোভ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির দুটি ছবি পোস্ট করে লেখেন, একটা সিনেমার পোস্টারের উপর আর একটা সিনেমার পোস্টার লাগানো কি উচিত? এই ধরনের মানসিকতার তীব্র নিন্দা জানাচ্ছি।
এমন গৃহীত কাজের নিন্দা জানিয়ে সৈকত নাসির আরো বলেন, প্রতিটি কাজের প্রতিযোগিতা থাকবেই। তাই বলে এভাবে? প্রতিযোগিতা হোক কাজ দিয়ে, সিনেমার পর্দায়। বিষয়টি সত্যিই দুঃখজনক। প্রত্যাশা থাকবে আগামীতে এ ধরনের জঘন্য কাজ থেকে দূরে থাকবেন তারা। ‘অমানুষ’র জন্য সবসময় শুভকামনা।
এমনকাণ্ডে অন্তর্জালে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কাঠগড়ায় ‘অমানুষ’ সিনেমার টিম। চলচ্চিত্র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল সৈকত নাসিরের পোস্টে মন্তব্য করে লেখেন, অমানুষের কাছ থেকে আশা করাটাই তো ভুল!
হোসেন সাবের নামের একজন মন্তব্য করে লেখেন, দুটোই আমাদের সিনেমা। এ ধরনের কাজ আশা করি না আমরা। আমরা চাই এগিয়ে যাক আমাদের সিনেমা। আশা করছি, ভবিষ্যতে এ ধরনের মানসিকতা থেকে বেড়িয়ে আসবে।
বিষয়টি নিয়ে ‘অমানুষ’র পরিচালক অনন্য মামুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি কাদা ছোড়াছুড়ি বিষয়টি নিয়ে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করে জানান, এটা তো আমার কাজ না প্রডাকশন থেকে লাগানো হয়েছে। এ নিয়ে মন্তব্য করতে চাই না।
উল্লেখ্য, ‘তালাশ’ সিনেমা দিয়ে প্রথমবার বড় পর্দায় অভিষেক হবে নবীন নায়ক আদর আজাদের। তার বিপরীতে অভিনয় করেছেন শবনম ইয়াসমিন বুবলী। আর ‘অমানুষ’ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব হোসেন। এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হবে ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার।