কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলায় পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান বড় সরাসরি প্রদর্শন হয়েছে।
কালুখালী উপজেলা পরিষদ শনিবার সকালে রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রদর্শন অনুষ্ঠানের আয়োজন করে।
প্রদর্শন অনুষ্ঠানে কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইশতিয়ার হোসেন চৌধুরী রানা সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান প্রদর্শনের আগে উপজেলা পরিষদ কালুখালীতে বর্ণাঢ্য শাভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি কালুখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।