অনলাইন ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের ইস্ট লন্ডন সিটির একটি নাইট ক্লাব থেকে অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার এনোবেনি ট্যাভার্ন নামের নাইট ক্লাব থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। কর্মকর্তাদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ ছাড়া বেশ কয়েকজনকে আহত অবস্থায়ও উদ্ধার করা হয়েছে। চার জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। তবে কি কারণে এই হতাহতের ঘটনা তা পরিষ্কার নয়। 

দেশটির পুলিশের এক মুখপাত্র স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চলছে। এই মুহূর্তে আমরা কোনো ধারণা করতে চাই না। রোববার এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।

তবে ঠিক কি ঘটেছিল ক্লাবটিতে তা জানা যায়নি। নিহতদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২০ বছর। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মরদেহগুলো এমনভাবে পড়ে ছিল যেন তারা ক্লাবটির মেঝেতে হঠাৎ করে লুটিয়ে পড়েছেন। ইস্টার্ন কেপের স্বাস্থ্য বিভাগ বলেছে, মরদেহগুলো নিকটস্থ বিভিন্ন মর্গে পাঠানো হয়েছে। ময়নাদতন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *