নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬ শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন। গতকাল শুক্রবার (১ জুলাই) রাতে কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক শুক্রবার বলেন, সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ। বরাবরই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফল করে এখানকার শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখে। গত বছর এ প্রতিষ্ঠান থেকে ৩৯ জন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। এবার ১৬ শিক্ষার্থী বুয়েটে সুযোগ পেয়েছে। গেল বছর পেয়েছিল ১১ জন। শিক্ষার্থীদের এ অর্জনে আমরা গর্বিত।
বুয়েট ভর্তি পরীক্ষায় পঞ্চম স্থান অর্জন করা নাহিদ হোসেন হৃদয় বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ার সুযোগ পেয়ে আমি খুব খুশি। আমার বাবা-মা ও কলেজে স্যারদের সহযোগিতায় এ সাফল্য এসেছে। আমি ভবিষ্যতে অ্যামাজন, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানে কাজ করতে চাই।
সূত্র জানায়, এই কলেজ থেকে গেল বছর গুচ্ছ ইঞ্জিয়ারিংয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন ৩২ জন। এ ছাড়া কলেজটি থেকে ২০২০ সালে ৪০ জন, ২০১৯ সালে ৩৮ জন, ২০১৮ সালে ৩৬ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পান।