সামস এর “লাল শাড়ী” নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়

আশিকুর রহমান : বর্তমান সময়ের তরুন প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শাহরিয়ার আহমেদ সাকিব (সামস ভাই)। লাল শাড়িতে সাইজা বধূ, ছাইরা যাইবা যদি, আমায় কেন প্রেম শিখাইয়া, ভাসাইলা অথৈই নদ, চোখের জলে বুক ভেসে যায় , ফিরাও না তাকাইলি, বুকের মাঝে জ্বলে আগুন আমার, নিভাইও না গেলি – এমন কথার নতুন গান ও ভিডিও নিয়ে ভক্ত-শ্রোতা-দর্শকদের মাঝে হাজির হয়েছেন এই প্রজন্মের সঙ্গীত শিল্পী সামস ভাই।

রবিউল ইসলামের কথায় গানটি সুর করেছে আজিম বাবু। আর সঙ্গীতায়োজ করেছেন রিয়েল আশিক মেহেদি। “লাল শাড়ী” গানটি ওপার বাংলার সুন্দর লোকেশনে চিত্রায়ন করা হয়েছে। গানটিতে অভিনয় করেছেন ওপার বাংলার- পূজা সাহা ও বরুন রায়। গানটিতে অভিনয়ের পাশাপাশি ভিডিও নির্মাণ করেছেন বরুন রায়।‌ সম্প্রতি গানটি প্রকাশ করা হয়েছে অন্তর মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলের ব্যানারে।

“লাল শাড়ী” গান প্রসঙ্গে সামস বলেন, ইতোমধ্যে আমার বেশ কয়েকটি গান দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা পছন্দ করেছেন। সবার অনুপ্রেরণায় নতুন এই গান। আশা করি, নতুন গানটি সবার ভালো লেগেছে। দর্শক নতুন কিছু উপভোগ করছে গানটিতে।

তিনি আরও বলেন, গান নিয়ে আমার পরিকল্পনা অনেক। আর সবচেয়ে বড় কথা হলো গানটা কে আমি আত্মায় ধারণ করে রেখেছি। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে আমার গানের প্রতি।

এছাড়াও এই কন্ঠশিল্পী আরও বেশকিছু গানের কন্ঠ দিয়েছেন পর্যায়ক্রমে গানগুলো প্রকাশ করা হবে বলে জানান শিল্পী নিজেই।