সাঘাটায় ওয়াবদা বাঁধে বসবাসকারীদের পূন:বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

(আনোয়ার হোসেন রানা) সাঘাটা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় বাঁধ সংস্কারের পাশাপাশি বাঁধে বসবাসকারীদের পূন:বাসনের দাবিতে ভুমিহীন সমিতি ও এলাকাবাসীর আয়োজনে গত বুধবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

 সাঘাটা-গাইবান্ধা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সাঘাটা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন চলা কালে বক্তব্য রাখেন, বিদ্যুৎ গ্রাহক কমিটির গাইবান্ধা জেলা সভাপতি মাসুদুর রহমান,বাংলাদেশের ওয়ার্কাস পার্টির গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার,সাঘাটা উপজেলা ভুমিহীন সমিতির সভাপতি দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, নিজেরা করি সংগঠনের গাইবান্ধা অঞ্চল সমন্বয়ক আলমগীর কবির, সাঘাটা প্রেসক্লাব সভাপতি জয়নুল আবেদীন, ভুমিহীন সমিতির নারী নেত্রী চামেলী বেগম সহ আরো অনেকে।

বক্তারা পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির সংস্কারের পাশাপশি বাঁধে বসবাসকারী ভুমিহীন অসহায় পরিবারদের পূন:বাসনের জোরদাবি জানান।
উল্লেখ্য, যমুনা নদীর ডানতীর বন্যানিয়ন্ত্রণ বাঁধটি উপজেলার সর্ববৃহৎ একটি বাঁধ। উপজেলার দক্ষিণের শেষ সীমানা বসন্তের পাড়া হতে উত্তর দিকে বাঁশহাটা পর্যন্ত প্রায় ১৫ কিঃমিঃ বাঁধটি বিগত ১৯৬৫ সালে পানি উন্নয়ন বোর্ড নিমার্ণ করে। পরবর্তীতে অযত্ন অবহেলা এবং সংস্কার,-রক্ষণা বেক্ষণ অভাবে নদী ভাঙ্গা,গৃহহারা ভুমহীন অসহায় লোকজন বাঁধের ওপর আশ্রয় নিতে শুরু করে।

দিন দিন বাঁধটির অস্তিত্ব বিলিন হতে থাকলে এই নিয়ে বিভিন্ন মিডিয়া ও পত্রপত্রিকায় সংবাদ ফলাও হলে পানি উন্নয়ন বোর্ড বাঁধটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রেজাই করিম জানান, বাঁধটির সংস্কারের জন্য টেন্ডার হয়েছে। কাজ শুরু করার জন্য বাঁধের বাড়ি-ঘর সহ সকল স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং করে নির্দেশ দেয়া হয়েছে। নিজেরা সরিয়ে না নিলে আইনী ভাবে ব্যবস্থা নেয়া হবে।

অবৈধ ঘর-বাড়ি ও স্থাপনা মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে দিয়েছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে ১৫ কিঃমিঃ বাঁধটির উপর বসবাসকারী শত শত ভুমিহীন অসহায় মানুষ বিপাকে পড়ে আশ্রয়য়ের জন্য ছুটা-ছুটি শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *