বিনোদন ডেস্কঃ শাহরুখ, আমির, সালমান খান, বলিউডের এই তিন সুপারস্টারকে একত্রে দেখার ইচ্ছে যেনো বহু বছরের। ভক্তদের সেই ইচ্ছে বাস্তবে রূপ নিতে যাচ্ছে হয়তো। সম্প্রতি দক্ষিণ ভারতের পরিচালক এ আর মুরুগাদোস আমির খানের সঙ্গে দেখা করেছেন।
পরিচালক মুরুগাদোস জানান, তিনি বলিউডে তিন খানকে নিয়ে কাজ করতে চান। মিস্টার পারফেকশনিস্ট আমির খান এই প্রজেক্টে কাজ করতে আগ্রহী। পরিচালক ও আমির মিলে সালমান খান ও শাহরুখ খানকে একত্রিত করার পরিকল্পনা শুরু করে দিয়েছেন।
বক্স অফিস ওয়ার্ল্ড ওয়াইডের প্রতিবেদনে জানা গেল, সম্প্রতি মুরুগাদোস অভিনেতাদের নিয়ে গোপন বৈঠক করেছেন। সেখানে অভিনেতাদের স্ক্রিপ্টের ব্যাপারে ধারণা দেওয়া হয়েছে। সেটি তাদের পছন্দও হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ স্যুট কোট না পরার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী……
তবে সিনেমার নাম ঠিক হয়নি। অভিনেতারা কেউ এখনও চুক্তিবদ্ধ হয়নি। তাদের সঙ্গে কারা নায়িকা হিসেবে থাকবেন সে বিষয়েও কিছু জানা যায়নি।
তবে এ নিয়ে আগামী সপ্তাহের মধ্যে আবারও আলোচনায় বসে সব কিছু ঠিক করবেন বলে জানিয়েছেন পরিচালক।