মধ্যরাতে নৃত্যশিল্পীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন বাপ্পি

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরীকে প্রায়ই বিভিন্ন মানবিক কাজ করতে দেখা যায়। এবার মধ্য রাতে হাসপাতালে গিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক নৃত্যশিল্পীকে রক্ত দিলেন তিনি। সোমবার (৮ আগস্ট) রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে ঝর্ণা নামের এক ফ্রিলেন্স নৃত্যশিল্পীকে রক্ত দেন তিনি।

এর আগে রাজধানীর বেগুনবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন নৃত্যশিল্পী দম্পতি রিপন ও ঝর্ণা। তারা দুজনই শুটিং শেষে রিকশা করে বাসায় ফিরছিলেন।

ঘটনাটি জানিয়ে নৃত্যপরিচালক হাবিবুর রহমান গণমাধ্যমে বলেন, ‘দুর্ঘটনায় ঝর্ণার বাম পা ভেঙে যায় ও রগ ছিঁড়ে যায়। জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচারের জন্য রক্তের প্রয়োজন ছিল। আমিসহ আমার অনেক সহকর্মী বিষয়টি জানিয়ে ফেসবুকে পোস্ট দেই। এরপর নায়ক বাপ্পী ভাই জানতে পেরে সঙ্গে সঙ্গে রাত ১টার দিকে হাসপাতালে ছুটে আসেন। তিনি রক্ত দেওয়ার পরই ঝর্ণার অস্ত্রোপচার হয়।’

তিনি আরও বলেন, ‘ঝর্ণা পঙ্গু হাসপাতালে ভর্তি হলেও তার স্বামী ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেলে। বর্তমানে তাদের দুজনের অবস্থাই স্থিতিশীল। ঘাতক মাইক্রোবাস ও এর চালককে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।’

প্রসঙ্গত, ঢাকাই সিনেমার সুদর্শন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এ বছর ১১ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পায় তার অভিনীত বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্র দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২।’ সিনেমাটি পরিচালনা করেন দেবাশীষ বিশ্বাস। এতে নায়কের সঙ্গী ছিলেন ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস। চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই বেশ সাড়া মেলে।