বিনোদন ডেস্ক : চলমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। টিভি নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হলেও মিডিয়া সব মাধ্যমেই পদার্পণ তার।
তবে তিশার শুরুটা হয়েছিল গান দিয়েই। খুব অল্প সময়ের মাঝে নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে দাগ কেটেছেন দর্শকদের মনে। বর্তমানে ছোট পর্দা, মডেলিং কিংবা বড় পর্দায় সব অঙ্গনেই সফল তিশা।
তবে তার অভিনীত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ সিনেমাটি এখনও সেন্সর বোর্ডে আটকে আছে। প্রায় সাড়ে তিন বছর ধরে আটকে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে আক্ষেপ প্রকাশ করেন এ অভিনেত্রী।
তিনি বলেন, ‘শনিবার বিকেল’ সিনেমার পোস্টার শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘আমাদের শিল্পী বা কলাকুশলীদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা ছিল, ‘শনিবার বিকেল’। ছবিটি বিনা কারণে আজকে সাড়ে তিন বছর সেন্সর বোর্ডে আটকা। অবিলম্বে ছবিটির মুক্তি চাই।” ‘শনিবার বিকেল’ সিনেমাটি নির্মাণ করেছেন তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
এ প্রসঙ্গে ফারুকী গনমাধ্যমকে জানান, আমি একা খেতে পারিনা। একা চলতে পারি না। একাকীত্বকে আমার ভীষণ ভয়। এই দুইদিনে আমার ফেলো ফিল্মমেকাররা ‘শনিবার বিকেল’ মুক্তির দাবিতে যে রকম স্বতঃপ্রণোদিত হয়ে সোচ্চার হয়েছে তাতে বহুবারই আমার চোখ ভিজেছে। সাধারণত এসব প্রতিবাদ অর্গানাইজ করতে হয় ফোন করে, মিটিং করে। কিন্তু আমি তো কাউকে ফোন করি নাই, কথাও বলি নাই। তারপরও আপনারা/তোমরা যেভাবে পাশে দাঁড়িয়েছো/দাঁড়িয়েছেন তাতে বহুবার চোখ ভিজেছে।
তিনি আরও বলেন, ইউ মেড মি ফিল, আই অ্যাম নট অ্যালোন। আই অ্যাম ওয়ান অব ইউ। দিস ইজ ওয়ান অব দ্য বেস্ট ডেজ ইন মাই লাইফ। লাভ ইউ অল! লেটস স্টে টুগেদার এন্ড অফার সাপোর্ট হোয়েনেভার এনি ফিল্মমেকার নিডস ইট।
উল্লেখ্য, ‘শনিবার বিকেল’ সিনেমায় বিভিন্ন দেশের শিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।