অনলাইন ডেস্কঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কবরস্থান থেকে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার দুইটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি হয়। ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার উথুলী ইউনিয়ন এবং শিবালয় ইউনিয়নে বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ পাসপোর্ট করতে এসে দালালদের মারধরের শিকার যুবক

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের কাতরাসিং দক্ষিণ পাড়া কবরস্থান এবং বড় বোয়ালী কবরস্থান পুলিশ পরিদর্শন করেন এবং বড় বোয়ালী কবরস্থান থেকে ৬টি এবং কাতরাসিং দক্ষিণ পাড়া কবরস্থান থেকে ১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

এছাড়াও উভয় কবরস্থানে আরোও ৫টি কবর খোড়া দেখা যায়। তবে অন্য কবরগুলি অক্ষত রয়েছে। কঙ্কাল চুরির পর স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। কে বা কারা কঙ্গাল চুরি করেছে সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও মানিকগঞ্জে কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।