অন্তঃসত্ত্বা বিপাশা; বেবি বাম্পে স্বামী করণ সিং গ্রোভারের চুম্বন

বিনোদন ডেস্ক: গুঞ্জনটা অনেক দিন ধরে বেশ জোরেই চলছিল, শোনা যাচ্ছিল অন্তঃসত্ত্বা বিপাশা বসু। তবে এতদিন খবরটা গোপন রেখেছিলেন বিপাশা। এবার নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সিলমোহর দিলেন বিপাশা বসু নিজেই। প্রকাশ্যে আনলেন তার বেবি বাম্প। ১৬ আগস্ট নিজের প্রেগন্যান্সি ফটোশুটের ছবি দিয়েছেন বিপাশা। সেখানেই দেখা যাচ্ছে সাদা ব্যাগি সাইজ শার্ট পরে রয়েছেন বিপাশা। আর অভিনেত্রীর বেবি বাম্পে আদুরে চুমু এঁকেছেন তার স্বামী করণ সিং গ্রোভার।

ছবির সঙ্গে ক্যাপশনে বিপাশা লেখেন, একটা নতুন জীবন, নতুন ফেস, নতুন শুরু হতে চলেছে আমার জীবনের। আমার আমাদের জীবনটা এক রকমভাবে শুরু করেছিলাম। তারপর আমাদের দেখা হয় তবে থেকে আমরা দুজন হলাম। তবে আমাদের এতটা ভালোবাসা শুধুই দুজনের জন্য এতটা একটু অনায্য, আমারা শুরুটা করেছিলাম দুজনে মিলে, এবার আমরা তিন হতে চলেছি। খুব শিগগিরই আমাদের সন্তান আসতে চলেছে।

আরও পড়ুন: ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতায় ভেঙে পড়লেন আমির খান….

২০১৫ সালের হরর ফিল্ম ‘Alone’ এর সেটে প্রথম দেখা বং বিউটি বিপাশা ও করণ সিং-এর। তারপর ২০১৬ সালের এপ্রিল মাসে বিয়ে করেন করণ-বিপাশা। যদিও বিপাশা করণের তৃতীয় স্ত্রী। একেবারে বাঙালি মতে বিয়ে করেন বিপাশা-করণ। তাদের বিয়ের পর থেকেই বিভিন্ন সময় উঠে এসেছে বিপশের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। তবে প্রতিবারই এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন এই বাঙালি বিউটি। তবে এবার সত্যিই মা হতে চলেছেন বিপাশা।

এর আগেই বিপাশার গর্ভবতী হওয়ার কথা শোনা যায়। সেই সময় একটি ঢিলে ঢালা পোশাকে দেখা গিয়েছিল তাকে। এই ছবি সামনে আসার পর থেকেই শুরু হয়ে গিয়েছে কাটাছেঁড়া। নেটপাড়ার বাসিন্দারা কমেন্ট করতে শুরু করে দেন তাহলে কি করণ ও বিপাশা প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন? আর বেবি বাম্প লুকোতেই এমন পোশাক।

এমনকী, এসব পোস্টের কমেন্ট সেকশনে ঝগড়াও শুরু হয়ে যায় বিপাশা মা হতে চলেছেন নাকি তা নিয়ে। কারও মত বিপাশার ঢিলে পোশাক পরার কারণ মুম্বাইয়ের গরম, আবার কারও যুক্তি বেবি বাম্প লুকোতেই নাকি এই পোশাক পড়েছেন বিপাশা। এবার আর কোনও লুকোচুরি নয়, অভিনেত্রী নিজেই প্রকাশ্য আনলেন তার বেবি বাম্প।