বিনোদন ডেস্ক : এই প্রজন্মের সংগীতশিল্পী প্রেম ইসলাম। এরইমধ্যে বেশ কয়েকটি গান প্রকাশ করেছেন। এবার তিনি নিয়ে এলেন নতুন গান-ভিডিও। যার শিরোনাম ‘লাল গোলাপ’।
গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। সুর ও সংগীতায়োজন করেছেন আল বেরুনী আলভী। আর এই গানের ভিডিও বানিয়েছেন তরুণ নির্মাতা সোহেল রাজ। এতে গায়ক প্রেম ইসলামের সঙ্গে মডেল হয়েছেন ইমতু রাতিশ, অলংকার চৌধুরী ও নাফিজা নুসরাম প্রণমী।
শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ইউটিউবে প্রেম ইসলামের নিজস্ব চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে এদিন সন্ধ্যার পর রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে একত্রিত হন গায়কসহ গানটির সঙ্গে জড়িত সবাই। এছাড়াও তাদের শুভেচ্ছা জানাতে আসেন বন্ধু-শুভাকাঙক্ষীসহ অনেক।
গানটি নিয়ে প্রেম ইসলাম বলেন, ‘আমাদের প্রজন্মের শ্রোতাদের অনেকেই মজার গান পছন্দ করেন বেশি। তাদের কথা ভেবেই গানটি করেছি। গল্পে প্রয়োজনে গানের ভিডিওতে আমি নেচেছিও। সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে।’
নির্মাতা সোহেল রাজ বলেন, ‘একটি বিয়ের অনুষ্ঠানে তরুণ-তরুণীর মধ্যে দুষ্টু মিষ্টি অনুভূতি নিয়ে গানটির ভিডিও গল্প সাজানো হয়েছে। সবাই নিজেদের জায়গা থেকে ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছেন। আশাকরি কাজটি সবার ভালো লাগবে।’