অনলাইন ডেস্কঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সুলতান মিয়া (৩৮) নামে এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল এলাকার তিস্তার একটি শাখা নদী থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ।

আরও পড়ুনঃ বগুড়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, শিক্ষক গ্রেফতার

সুলতান মিয়ার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার দর্জি পাড়ায় এবং একই গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে তিস্তার একটি শাখা নদীর পাশেই সুলতান মিয়ার মরদেহটি দেখতে পান এলাকার কয়েকজন। ওই এলাকার ইউপি সদস্যকে খবর দিলে কালীগঞ্জ থানায় খবর দেন। দুপুরে দিকে কালীগঞ্জ থানার পুলিশসহ ওসি গোলাম রুসূল ও জেলা পুলিশ (এসপি) সাইফুল ইসলাম গিয়ে মরদেহটি উদ্ধার করেন। উদ্ধারের সময় সেখানে থাকা একটি মোবাইল ও নগদ কিছু অর্থ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রুসুল জানান, ঘটনা জানার পরেই পুলিশ সদস্যরা এসে লাশটি শনাক্তের চেষ্টা করে। পরে লাশটি উদ্ধার করা হয়েছে। এ বিষয় থানায় সুলতানের পরিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করবেন বলেও তিনি জানান।

লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম (এসপি) ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, প্রথমে অটোরিকশা চালক সুলতান মিয়ার পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। পরে উদ্ধারকৃত মোবাইল ফোন থেকে তার বাড়িতে ফোন করা হয়। পরে তারা পরিচয় নিশ্চিত করেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।