অনলাইন ডেস্কঃ বন্যা বিপর্যস্ত পাকিস্তানে এখন কেবল হাহাকার। চিকিৎসা নেই, অন্ন-বস্ত্র নেই, নেই মাথা গোঁজার ঠাই। সেই সাথে দেশটির অর্থনীতির অবস্থাও ভয়াবহ রকম নাজুক। আর এতেই চটেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
আরও পডুনঃআজারবাইজানের সাথে যুদ্ধবিরতি ঘোষণা করল আর্মেনিয়া
বুধবার তিনি আক্ষেপ নিয়ে বলেছেন, বন্ধসুলভ দেশগুলোকেও এখন পাকিস্তানকে অর্থ-চাওয়া দেশ হিসেবে দেখতে শুরু করেছে। তিনি বলেন, ‘আজ, আমি যখন কোনো বন্ধু রাষ্ট্রে যাই বা ফোন করি তখন তারা ভাবে আমরা টাকা ভিক্ষা চাইছি।’
এই অর্থনৈতিক অস্থিতিশীলতার জন্য কয়েক মাস আগে সাবেক হওয়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতৃত্বাধীন ইমরান খানের সরকারকে দায়ী করেছেন শাহবাজ।
শাহবাজ বলেন, ‘আমরা গত ৭৫ বছর ধরে ভিক্ষার থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছি।’ যারা এই অঞ্চলে জিডিপিতে পাকিস্তানের নীচে ছিল তারাও এখন অনেক দূর এগিয়ে গেছেন উল্লেখ করে বলেন, ‘৭৫ বছর পরও কেন পাকিস্তান একই জায়গায় দাঁড়িয়ে? এটা একটা পীড়াদায়ক প্রশ্ন। আমরা একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি।’