সীতাকুন্ডের ভয়াবহ অগ্নি দূর্ঘটনায় ইতোমধ্যে শতাধিক আহত সহ নিহতের সংখ্যা ১০ ছাড়িয়ে গেছে। পুরো দেশ সেই আতঙ্কে যখন প্রার্থনায় রত, তখন মধ্যরাতে এক ফেসবুক বার্তায় মডেল ও অভিনেতা রাসেল খান চট্রগ্রামে অবস্থানরত সকল সেচ্ছাসেবক এবং সেচ্ছাসেবী সংগঠন গুলোকে এগিয়ে আসার আহবান জানান।

ফেসবুকের সেই ভিডিও বার্তায় জানান, এই মুহুর্তে যেহেতু চট্টগ্রামের মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন শতাধিক মানুষ আহত হয়ে ভর্তি হয়েছেন, সেহেতু এই মুহুর্তে প্রচুর পরিমান রক্ত ও অক্সিজেন প্রয়োজন। সেক্ষেত্রে সেখানে বা তার আশেপাশে অবস্থানরত সেচ্ছাসেবক এবং সেচ্ছাসেবী সংগঠন গুলোকে এগিয়ে আসার জন্যে আহবান জানান।

সেই সাথে তিনি সরকারের কঠোর পদক্ষেপ কামনা করেন। এই দূর্ঘটনার সুষ্ঠ তদন্ত করে এর সঠিক বিহিত করার লক্ষ্যে সরকারী উর্ধোতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেন। শুধু তাইনা তিনি তার ভিডিও বার্তায় আরো জানান যে, এরকম অপরিকল্পিত ক্যামিকেল ডিপো  স্থাপনের জন্যে সরকাররের নজরদারীতে বেশ ঘাটতি আছে। কেননা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষগন যথেষ্ট চেষ্টা করা সত্বেও কুলিয়ে উঠতে পারছেনা, কেননা সেখানে কোন পানির ব্যাবস্থা বা আশেপাশে কোন নালা বা খালবিলের অস্তিত্ব নেই।

বার্তার শেষ দিকে তিনি মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন এবং দেশবাসী সকলকে প্রার্থনা করার জন্যে বিশেষ অনুরোধ জানান।

মডেল রাসেলের ভিডিও বার্তার লিংকঃ

https://www.facebook.com/watch?v=3197129397236716

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *