এবার পাবনায় চারকোল তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

পাবনা প্রতিনিধিঃ ২৮ ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর আগুন। চট্টগ্রামকে মৃত্যুপুরী বানিয়ে এবার আগুন হানা দিয়েছে উত্তরবঙ্গের জেলা পাবনায়।

রোববার (০৫ জুন) সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে পাবনার বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের মানিকনগর মাদ্রাসার পার্শ্ববর্তী কিউলিন ইন্ডাস্ট্রি নামক এক রপ্তানি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এর তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কারখানাটিতে পাটকাঠি পুড়িয়ে কার্বন তৈরি করা হতো।

স্থানীয় এবং কারখানার লোকজন জানান, আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ও কারখানার কর্মচারীরা তাৎক্ষনিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর ফায়ার সাভির্সে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিউলিন ইন্ডাস্ট্রির ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, লোহার তৈরি গোলাকৃতির বিশেষ চুল্লিতে প্রথমে পাটকাঠি ঢোকানো হয়। এরপর আগুন ধরিয়ে চুল্লির মুখ বন্ধ করে দেয়া হয়। বন্ধ চুল্লির পাশেই হঠাৎ আগুন দেখা দেয় এবং সেই আগুনই দ্রুত ছড়িয়ে পড়ে।

বেড়া ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ নাজমুল হুদা বলেন, খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বেড়া ফায়ার সার্ভিসের ২টি এবং কাশীনাথপুরের ১টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

তিনি আরও জানান,ফায়ার সার্ভিস কর্মীদের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক ত্রুটি থেকে এ আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় ৫ লাখেরও বেশি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

উল্লেখ্য, এ কারখানায় পাটকাঠি পুড়িয়ে প্রতিদিন ৩ থেকে সাড়ে ৩ টন কার্বন পাউডার উৎপাদন হয়। প্রতি মাসে এ কারখানা থেকে প্রায় একশ’ টন কার্বন পাউডার উৎপাদন করে তা রপ্তানি করা হয় চীনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *