রংপুর প্রতিনিধি : রংপুরে মোবাইল ফোনে গেম খেলতে “না দেওয়ায়” শ্রী নিরব (১২) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) রাতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় নিরবের মরদেহ উদ্ধার করা হয়। মৃত নিরব মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের নীশি চন্দ্র শীলের একমাত্র ছেলে এবং ছড়ান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশ ও এলাকাবাসীর বরাতে এক প্রতিবেদনে বলা হয়, নিরবের বাবা নীশি চন্দ্র স্থানীয় ছড়ান বন্দরে সেলুনে কাজ করেন। মঙ্গলবার রাত ৮টার দিকে নীশি চন্দ্র বাড়ি গিয়ে দেখেন, নিরব ঘরে বসে মোবাইলে গেম খেলছে। এ সময় তিনি ছেলেকে গেম খেলতে নিষেধ করেন এবং মোবাইল ফোনটি কেড়ে নেন। এতে ক্ষুদ্ধ হয়ে নিরব শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন।
পরে বাড়ির লোকজনের সন্দেহ হলে দরজায় ধাক্কা দিয়ে নিরবকে ডাকাডাকি করেন। তারপরও কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে তারা দেখেন, সিলিং ফানের সঙ্গে নিরবের মরদেহ ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে ওই চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।
বড়বালা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম সরকার স্বপন বলেন, “বাবা-মায়ের ওপর অভিমান করেই নিরব আত্মহত্যা করেছেন। নিরবের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, মোবাইল ফোনে গেম খেলতে না দেওয়ায় নিরব নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।