সিরাজগঞ্জ প্রতিনিধি: বৈরী আবহাওয়ার মধ্যে চালকের বেপরোয়া গতির কারণে সিরাজগঞ্জের যমুনা সেতুর ওপর তিনটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৪ আগস্ট) ভোরে এই দুর্ঘটনার ফলে সেতুর উত্তরবঙ্গমুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল, যা সেতুর দুই প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি করে।
যমুনা সেতু কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর সোয়া ৫টার দিকে সেতুর ২৩ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে একটি ট্রাক, একটি কাভার্ডভ্যান ও একটি দুধের ট্যাংকার পরপর একে অপরকে সজোরে ধাক্কা দেয়। এতে লেনটি বন্ধ হয়ে যায় এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শত শত যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে যমুনা সেতু কর্তৃপক্ষ রেকার নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সোয়া ৬টার দিকে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো সরিয়ে যান চলাচল আংশিকভাবে স্বাভাবিক করা হয়। তবে দুর্ঘটনা কবলিত যানগুলো পুরোপুরি অপসারণ করতে সকাল ৮টা বেজে যাওয়ায় দীর্ঘ সময় ধরে ওই লেনে ধীরগতি ছিল।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “বৃষ্টির কারণে সেতুর রাস্তা পিচ্ছিল হয়ে আছে। এর সঙ্গে চালকদের বেপরোয়া গতি যোগ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ভোরের দুর্ঘটনাটিও সম্ভবত একই কারণে ঘটেছে।” তিনি নিশ্চিত করেন, এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।
যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, দুর্ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ভোগ এড়ানো গেছে এবং সকাল ৮টার পর থেকে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।