অনলাইন ডেস্কঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাতে এক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ শোক জানান।
ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে সিংহাসনে থাকা রানি এলিজাবেথ আলেকক্সজান্দ্রা মেরি উইন্ডসর ব্রিটেনের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাতে) মারা যান। এ সময় তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
রানিকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল মঙ্গলবার। সেদিন বালমোরাল প্রাসাদে রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস।