আন্তর্জাতিক ডেস্ক: কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বৈঠকের সময় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের চালানো হত্যাচেষ্টা ব্যর্থ হয়েছে। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি এই দাবি করেছেন।
তিনি বলেছেন, ইসরায়েলি হামলায় হামাসের অন্তর্বর্তীকালীন নেতা খলিল আল-হায়া প্রাণে বেঁচে গেলেও তার ছেলে হুমাম এবং এক শীর্ষ সহযোগী নিহত হয়েছেন। এ ছাড়া আল-হায়ার তিনজন দেহরক্ষীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সুহাইল আল-হিন্দি বলেন, নেতৃাদের রক্ত যেমন মূল্যবান, ঠিক তেমনই প্রতিটি ফিলিস্তিনি শিশুর রক্তও সমান মূল্যবান। তিনি জোর দিয়ে বলেন, যে কারও প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি বলেছেন, দোহায় চালানো এই হামলা মূলত হামাস ও কাতারকে লক্ষ্য করলেও এটি আসলে পুরো আরব, মুসলিম বিশ্ব এবং বিশ্বের স্বাধীনচেতা মানুষের ওপর এক আগ্রাসন।
আল জাজিরাকে তিনি বলেন, গাজায় চলমান যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা করছিলেন যারা, তাদের হত্যার চেষ্টা একটি জঘন্য অপরাধ। মুক্ত বিশ্বকে অবশ্যই এই অপরাধকে প্রত্যাখ্যান করতে হবে।
সুহাইল বলেন, কেবল নিন্দা ও বিবৃতি যথেষ্ট নয়, ইসরায়েলের ফিলিস্তিনি জনগণের ওপর হামলা থামাতে বিশ্বকে বাস্তব ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ট্রাম্পকে জানিয়েই কাতারে হামলা চালায় ইসরায়েল
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসনকে তেল আবিব আগেই অবহিত করেছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস। মঙ্গলবার হোয়াইট হাউসের শীর্ষ এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের এই হামলা তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ন্যাটো বহির্ভূত মিত্র দেশ কাতার। দেশটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এছাড়া কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কাতারে ইসরায়েলি হামলার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। সেখান থেকে এই বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে বলে জানিয়েছে বিবিসি।
এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার প্রথম ক্যামেরার সামনে উপস্থিত হওয়ার কথা রয়েছে রাত সাড়ে ৯টায়। ওই সময় ওভাল অফিস থেকে স্বাস্থ্য-সংক্রান্ত একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন তিনি। ওই অনুষ্ঠানে সাংবাদিকরা ইসরায়েলি অভিযানের বিষয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন।
সূত্র: আল জাজিরা।