বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ জুন) বেলা ১১টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো নন্দীগ্রামের কুস্তা গ্রামের মৃত জসীম উদ্দীনের ছেলে আব্দুল খালেক (৬০) এবং নাটোরের সিংড়ার কাসুপিয়া গ্রামের আজিমউদ্দীনের ছেলে মো. বাবলু মিয়া (৫০)।

এসব তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম।

তিনি জানান, রণবাঘা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি নদীগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওমরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। গুরুতর আহত হন আরও চারজন যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও সিএনজি পুলিশের হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *