মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পোঁছে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে এবং ওই গ্রাম থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।