অনলাইন ডেস্ক: দীর্ঘ দুই মাস ধরে রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে উত্তাপ কমছেই না। আলু আর পেঁপে ছাড়া প্রায় সব সবজির দামই কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকার কোঠা ছাড়িয়েছে, কয়েকটি বিক্রি হচ্ছে ১২০ থেকে ২০০ টাকায়। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও (২৯ আগস্ট) এর ব্যতিক্রম ঘটেনি। আকাশছোঁয়া এই দামের কারণে একদিকে যেমন সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠছে, তেমনি বিক্রি কমে যাওয়ায় ব্যবসায় ধস নেমেছে বলে জানাচ্ছেন বিক্রেতারা।
আজকের বাজার দর (কেজি প্রতি):
টমেটো: ১৪০ টাকা
গোল বেগুন: ১২০ টাকা
করলা, ঝিঙা, বরবটি: ১০০ টাকা
ঢেঁড়স, শসা, ধুন্দুল, চিচিঙ্গা, পটল, কাঁকরোল, লম্বা বেগুন: ৮০ টাকা
কাঁচা পেঁপে: ৩০ টাকা
আলু: ২৫ টাকা
কাঁচা মরিচ: ২০০ টাকা
রাজধানীর শান্তিনগর বাজারে কথা হয় বেসরকারি চাকরিজীবী মাসুদ রানার সঙ্গে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “আশি-একশ টাকার নিচে কোনো সবজিই নেই। বাধ্য হয়ে এখন আধা কেজি বা ২৫০ গ্রাম করে সবজি কিনতে হচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষ এত দাম দিয়ে কীভাবে চলবে? সবজি ছাড়া তো ভাতও খাওয়া যায় না, তাই পরিমাণে কমিয়ে কিনে কোনোমতে চলতে হচ্ছে।”
অন্যদিকে, বিক্রি কমে যাওয়ায় বিক্রেতারাও পড়েছেন লোকসানের মুখে। রামপুরা বাজারের সবজি বিক্রেতা সানাউল হক বলেন, “দাম বেশি হওয়ায় মানুষ সবজি কেনা প্রায় ছেড়েই দিয়েছে। আগে যেখানে দিনে ১৫-২০ কেজি পটল আনতাম, এখন ৪-৫ কেজি এনেও বিক্রি শেষ করতে পারি না। আমাদের ব্যবসায় ধস নেমেছে।”
একই সুরে মালিবাগ বাজারের বিক্রেতা মুকিদুর রহমান বলেন, “বেশিরভাগ সবজির মৌসুম শেষ, তার ওপর টানা বৃষ্টিতে ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে। সরবরাহ কম থাকায় পাইকারি বাজারেই দাম অনেক বেশি। আমরা বেশি দামে কিনলে কমে বিক্রি করব কীভাবে? বিক্রি কমে যাওয়ায় আমরাও ক্ষতির মুখে পড়েছি।”
