গাইবান্ধা প্রতিনিধি: উদ্বোধনের ২৪ ঘণ্টা পার না হতেই অন্ধকারে ডুবে গেল গাইবান্ধার বহুল প্রতীক্ষিত ‘মাওলানা ভাসানী সেতু’। দুর্বৃত্তরা সেতুর ল্যাম্পপোস্টের বিদ্যুৎ সংযোগের তার কেটে নিয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে হাজারো দর্শনার্থী ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও দুর্ঘটনার আশঙ্কা।

আজ, শুক্রবার (২২ আগস্ট) সকালে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে। এলজিইডি প্রকৌশলী উজ্জল চৌধুরী বলেন, “বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি। দুষ্কৃতিকারীদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুততম সময়ে সেতুতে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।”

তিনি আরও জানান, সেতুর নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশি টহল এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানিয়েছেন, অভিযোগ পেলে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। তিনি বলেন, “সেতুর শৃঙ্খলা রক্ষায় আজ থেকেই পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। শিগগিরই একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে এবং স্থায়ী ক্যাম্পের জন্যও আবেদন করা হয়েছে, যা এক মাসের মধ্যে অনুমোদিত হবে বলে আশা করা যায়।”

উদ্বোধনের পর থেকেই সেতুটি কেবল যোগাযোগ মাধ্যম হিসেবেই নয়, একটি জনপ্রিয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছিল। প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু আলো না থাকায় সন্ধ্যার পর সেতু পারাপারে দুর্ঘটনার ভয় পাচ্ছেন চালক ও পথচারীরা। তারা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে স্থায়ী ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২০ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই সেতুর উদ্বোধন করেন, যা উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি নতুন দিগন্তের সূচনা করেছিল।