গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা। ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. রহমান শিকদার (৫০) তার পদত্যাগের কথা ঘোষণা করেন। তিনি উপজেলার চর গোপালপুর গ্রামের প্রয়াত সুলতান শিকদারের ছেলে।

সংবাদ সম্মেলনে মো. রহমান শিকদার বলেন, আমি গত পাঁচ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণে আমার পক্ষে সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই আমি স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও জানান, খুব শীঘ্রই যথাযথ প্রক্রিয়ায় তার লিখিত পদত্যাগপত্র জমা দেবেন।

এ সময় টুঙ্গিপাড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।