গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হওয়া ‘মওলানা ভাসানী সেতু’ এখন যেন মরণফাঁদে পরিণত হচ্ছে। উদ্বোধনের মাত্র দুই দিনের মাথায় সেতুসংলগ্ন সড়কে মোটরসাইকেলের ধাক্কায় খদেজা বেগম (৮০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নতুন সেতুটি দেখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করছে। শুক্রবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল খদেজা বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসীর অভিযোগ, সেতু চালুর পর এটিই প্রথম প্রাণহানির ঘটনা এবং এমন বেপরোয়া চলাচল বন্ধ না হলে দুর্ঘটনা আরও বাড়বে।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে। নিহত খদেজা বেগমের নাতি মো. মোস্তাফিজ রহমান জানান, তার নানীর মৃত্যুর খবর পেয়ে মরদেহ বাড়িতে আনা হয় এবং রাতেই দাফন সম্পন্ন হয়।

প্রসঙ্গত, গত ২০ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুটির উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের একদিনের মধ্যেই এর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার চুরি হয়ে যায়, যার কারণে সন্ধ্যা নামলেই পুরো সেতু অন্ধকারে ডুবে থাকে। স্থানীয়রা এর জন্য এলজিইডির গাফিলতিকে দায়ী করে আসছেন। এর ফলে এক দিকে চুরির মতো অনিয়ম, অন্যদিকে বেপরোয়া গতির কারণে একের পর এক বিপত্তি সৃষ্টি হচ্ছে।