বিনোদন ডেস্ক: টলিউডের ব্যস্ত অভিনেতা ও সুপারস্টার দেব এবার হাজির তাঁর আসন্ন ছবি ‘রঘু ডাকাত’ নিয়ে। কিছুদিন আগে ছবির ট্রেলার প্রকাশিত হয়েছিল যা ব্যাপক নজর কেড়েছে। ইতিমধ্যে মুক্তি পেয়েছে ছবির ‘জয় কালী’ গান। এবার সামনে এসেছে ছবির রোমান্টিক গান ‘ঝিলমিল লাগে রে’-এর টিজার।

টিজার প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কয়েক সেকেন্ডের ঝলকে দেখা যায় ইধিকাকে যেন রূপকথার রাজকন্যা। গানে দেব ও ইধিকার রসায়নও বেশ নজরকাড়া। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন নীলায়ন চট্টোপাধ্যায়, এবং গানটি গেয়েছেন ঈশান মিত্র ও সুচিস্মিতা চক্রবর্তী। গানটি মুক্তি পাবে আগামী ৬ সেপ্টেম্বর।

‘রঘু ডাকাত’ ছবিতে দেব অভিনয় করেছেন মূল চরিত্র ‘রঘু ডাকাত’ হিসেবে, এবং দেবের বিপরীতে ‘সৌদামিনী’ চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও রুপা গঙ্গোপাধ্যায় ‘ডাকাত মা’ চরিত্রে, সোহিনী সরকার ‘গুঞ্জা’ চরিত্রে, ওম ‘দুর্লভ রায়’ চরিত্রে এবং অনির্বাণ চক্রবর্তী খলনায়ক ‘অহিন্দ্র বর্মন’ চরিত্রে দেখা যাবে।

চলতি বছরের পুজোতে মুক্তি পাবে দেব অভিনীত এই ছবিটি, যা দর্শকদের জন্য নতুন রোমান্স ও অ্যাকশন উপহার হিসেবে হাজির হবে।