বিনোদন ডেস্ক: এক সময়ের ঢালিউডের বিউটি কুইন খ্যাত চিত্রনায়িকা শাবানা দীর্ঘ বিরতির পর দেশে ফিরেছেন। দেশ ছেড়ে দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন তিনি।

জানা গেছে, কয়েকদিন আগেই তিনি নীরবে ঢাকায় এসেছেন এবং বর্তমানে রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাড়িতে উঠেছেন। নীরবে নিজের মতো সময় কাটাচ্ছেন তিনি।

এর আগে ২০২০ সালের জানুয়ারিতে সর্বশেষ তিনি দেশে এসেছিলেন। তখন জানিয়েছিলেন, সুযোগ হলে আবারও কিছু সিনেমায় কাজ করতে চান।

তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে শাবানা অভিনয় করেছেন ২৯৯টি চলচ্চিত্রে। এর মধ্যে ১৩০টি সিনেমায় তার বিপরীতে ছিলেন জনপ্রিয় নায়ক আলমগীর। এছাড়াও রাজ্জাক, জসিম, সোহেল রানা, ফারুকসহ তৎকালীন গুণী শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে তিনি অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন।

ষাটের দশকে শিশুশিল্পী হিসেবে ‘নতুন সুর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। পরে নায়িকা হিসেবে অভিষেক ঘটে ‘চকোরী’ সিনেমায়, নাদিমের বিপরীতে।

২৫ বছরেরও বেশি সময় ধরে স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন শাবানা। এবার ৫ বছরের দীর্ঘ বিরতির পর দেশে ফিরে আবারও আলোচনায় এলো তার নাম।