বিনোদন ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের হত্যা মামলায় গ্রেপ্তারের পর থেকেই তৌহিদ আফ্রিদি নিয়ে আলোচনা চরমে পৌঁছেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে তার ব্যক্তিগত জীবন ও মামলার অগ্রগতি নিয়ে অগণিত গুঞ্জন তৈরি হয়েছে। এরই মধ্যে দীঘি ও তৌহিদ আফ্রিদির সম্পর্ক নিয়েও শোবিজ মহলে বিশেষ চর্চা হয়।

নেটিজেনদের ধারণা ছিল, শিগগিরই দীঘির সঙ্গে তৌহিদ আফ্রিদির বিয়ের খবর শোনা যেতে পারে। কিন্তু বাস্তবে আফ্রিদির স্ত্রী অন্য কেউ, আর সম্প্রতি জানা গেছে তিনি অন্তঃসত্ত্বা।

এ নিয়ে নতুন প্রশ্নের মুখে পড়েন দীঘি। দেশীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দীঘি জানান, বর্তমানে তার তৌহিদ আফ্রিদির সঙ্গে কোনো যোগাযোগ নেই। তিনি বলেন, “আমাদের পরিচয় মাই টিভির একটি প্রোগ্রামে ঘটে। সে তখন অ্যাংকর ছিল। কিন্তু বিষয়টি এত ভাইরাল হবে আমরা ভাবিনি।”

দীঘি আরও জানান, “তৌহিদ নিজেকে আমার বয়ফ্রেন্ড দাবি করতেন, কিন্তু আমরা কখনো এমন কিছু বলিনি। বিষয়টি এত বেড়ে যাওয়ায় আমাদের পরিবারও বিব্রত হয়েছিল। এক থেকে দেড় বছর আমরা প্রায় একে অপরের সঙ্গে কথা বলিনি এবং দেখা করাও বন্ধ করে দিয়েছি।”

দীঘি স্পষ্ট করেছেন, তৌহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্ক কেবল বন্ধুত্বের এবং সোশ্যাল মিডিয়ায় গুঞ্জনের কোনো সত্যতা নেই।