ডেস্ক রিপোর্টঃ বিগত বছর গুলোর থেকে এখন বাংলা নাটকের জনপ্রিয়তা ধিরে ধিরে আরও আকাশচুম্বি হচ্ছে । আর এই জন্যই যেমন বেড়েছে প্রোডাকশন হাউজ , কলা-কুশলি আর তেমনি বেড়েছে ভালো গল্পের চাহিদা ।একজন লেখকের লেখাতেই যেন ফুটে উঠে সমসাময়িক বিষয় আর চরিত্র । অথচ কালজয়ি লেখকদের পর প্রায় মানসম্মত গল্পের অভাবে পরেছে মিডিয়ার কলাকুশলী ও নির্মাতারা । তবে বর্তমান সমসাময়িক লেখকদের মাঝে উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রকাশ পেয়েছে আদর সোহাগ ।
আরও পড়ুনঃসুখ এসেছিলো কোনদিন?
তার লেখা নাটক মন কেড়েছে দর্শক ও কলাকুশলী দের । লেখালেখির পাশাপাশি পরিচালনার হাতটাও খুব দক্ষ তার ।ঢাকার মিরপুরে জন্ম ও বেড়ে উঠা এই তরুন নির্মাতা ও লেখকের । বাবা অবসর প্রাপ্ত সরকারী চাকুরীজিবী , মা গৃহিনী । দুই ভাই এক বোনের মধ্য সবার বড় আদর সোহাগ । ছোটবেলা থেকেই বই পড়তে অসম্ভব ভালোবাসেন তিনি । যাকে বলা যায় বইয়ের পোকা ।
লেখালেখির হাতেখড়ি সেই শৈশবেই , তার লেখা ছাপা হতো বিভিন্ন পত্রিকায় । মিডিয়ার প্রতি ভালোবাসা থেকেই নির্মাতা হিসেবে আত্বপ্রকাশ তার । একজন নির্মাতা হিসেবে যততুকু জনপ্রিয় ঠিক ততটুকুই জনপ্রিয় গল্প লেখায় । তার লেখা বেশ কিছু নাটক বিভিন্ন টিভি চ্যানেল সহ ইউটিউব ও অন্যান্য প্লাটফর্মে সমান জনপ্রিয় । তার লেখা নাটকের নামের লাইন টাও বেশ দির্ঘ্য , এ পর্যন্ত প্রায় অর্ধশত নাটক লিখেছেন তিনি । এর মধ্যে কিছু নাটক হচ্ছেঃ
ইডিয়েট , ব্লু টিশার্ট , যাতনা কাহারে বলে , এপিটাফ , সিটি অব লাভ , আমি যে কে তোমার ,ছলনাময়ী , সানগ্লাস শফিক, সুর্য্য দ্যা ভিলেন , তোমার আমার প্রেম , বউ প্যারা দেয় , গল্পটি আমাদের , ছেলেটি ইনোসেন্ট , লাভ ম্যারেজ বনাম এরেঞ্জ ম্যারেজ , ঘটক কর্পরেশন , ষ্টুপিড কাপল , বিয়ের সাইড ইফেক্ট , রুম ডেট , বুকে তোর নাম , পলাতক , যে প্রদিপ জ্বলে , পাগল প্রেম , বিয়ের বাজনা , খানদানি বাবুর্চী , দুই বৌ , সহ আরও অসংখ নাটকের রচয়িতা তিনি ।
ব্যাক্তি জীবনে অত্যান্ত সাধাসিধে ও সরল মনের মানুষ তিনি । মানুষের দুঃখ দুর্দশায় পাশে থেকেছেন সব সময় । কর্মজিবনে তিনি white triangle mcl নামের একটি বিজ্ঞাপন নির্মান ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে কর্মরত আছেন ।